শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩
প্রকাশিত : ২:১৬ পূর্বাহ্ন শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩
লোহাগাড়া প্রতিনিধিঃ
পবিত্র মাহে রমজান মাস। আর এক সপ্তাহ পরে ঈদুল ফিতর। পবিত্র মাহে রমজান মাসে শপিং মলে শান্তি-শৃঙ্খলা নিরসন, সাধারণ মানুষের নিরাপত্তা, স্বাস্হ্যবিধি নিশ্চিত, চাঁদাবাজি বন্ধে তৎপর থাকা, বখাটে ঠেকাতে মাঠে নেমেছে লোহাগাড়া থানা পুলিশ।
এ সময় সব ধরনের চাঁদাবাজি বন্ধে তৎপর থাকার জন্য পুলিশ কর্মকর্তাদেরও নির্দেশ দেয়া হয়েছে।
৮ মে রাত তখন পৌনে ১২টা। সাধারণ মানুষের নিরাপত্তা, স্বাস্হ্যবিধি নিশ্চিতকরণ ও শপিং মলে ব্যবসায়ী ও সাধারণ মানুষের শান্তি-শৃঙ্খলা নিরসনে লোহাগাড়া থানার এসআই পার্থসারথি হাওলাদার ও এএসআই মহি উদ্দিন খন্দকারের নেতৃত্বে একটি পুলিশি টিম টহল দিকে দেখা গেছে।
পুলিশের টিম উপজেলার বটতলী স্টেশনের বিভিন্ন মার্কেটে টহল দেন। সকল ব্যবসায়ী ও সাধারণ জনগণের নিরাপত্তা জোরদারে সজাগ রয়েছেন।
লোহাগাড়া থানার এসআই পার্থসারথি হাওলাদার জানান,ওসি স্যারের নির্দেশনায় মাহে রমজান মাসে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের নিরাপত্তা জোরদার,মার্কেটে স্বাস্হ্যবিধি নিশ্চিত করতে আমরা মাঠে রয়েছে। বিভিন্ন শপিং মল পরিদর্শন করেছি।অযথায় মার্কেটে ঘুরাফেরা করা যাবেনা। কোন ইভটিজিং ও বখাটের কোন প্রকার ছাড় দেয়া হবেনা। সাধারণ মানুষের নিরাপত্তা ও ব্যবসায়ীদের নিরাপত্তার জন্য আমরা সবসময় কাজ করে যাচ্ছি। নাগরিক জীবনের নিরাপত্তা বিধানে বাংলাদেশ পুলিশ বদ্ধ পরিকর।