বুধবার, ২২ মার্চ ২০২৩
প্রকাশিত : ১২:২৪ পূর্বাহ্ন বুধবার, ২২ মার্চ ২০২৩
লোহাগাড়া প্রতিনিধিঃ
লকডাউনে দ্বিতীয় ঢেউ মোকাবেলায় লোহাগাড়ার কর্মহীন, অসহায় ১৫০০ পরিবারের জন্য ঈদ উপহার পাঠিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক, সাতকানিয়া-লোহাগাড়ার কৃতি সন্তান আলহাজ্ব আমিনুল ইসলাম আমিন।
ইফতার ও সাহরী বিতরণের কার্যক্রম চলছে।
তারই ধারাবাহিকতায় ৭ মে বেলা ৩টার দিকে আমিরাবাদ ইউনিয়নের পশ্চিম হাজারবিঘা এলাকায় নারীনেত্রী নাছিমা আকতারের বাড়ীতে কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলামের ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
এসময় উপস্হিত ছিলেন লোহাগাড়া সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুহাম্মদ জসিম উদ্দিন, আমিরাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক মুহাম্মদ কামাল উদ্দিন, যুগ্ন আহবায়ক মুহাম্মদ দিদারুল আলম বাবুল,বীর মুক্তিযোদ্ধা আবদুল শুক্কুর,কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম আমিনের ব্যক্তিগত সহকারী, বড়হাতিয়ার কৃতি সন্তান সমাজসেবক মিরান হোসেন মিজান, দক্ষিণ জেলা তাঁতীলীগের সদস্য আলিম উদ্দিন,নারীনেত্রী নাছিমা আকতার।