মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩

এবার প্রতিবন্ধী ও দিনমজুরদের মাঝে কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলামের ঈদ উপহার

প্রকাশিত : ১:৫২ পূর্বাহ্ন মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩

 

লোহাগাড়া প্রতিনিধিঃ

লকডাউনে দ্বিতীয় ঢেউ মোকাবেলায় লোহাগাড়ার কর্মহীন, অসহায় ১৫০০ পরিবারের জন্য ঈদ উপহার পাঠিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক, সাতকানিয়া-লোহাগাড়ার কৃতি সন্তান আলহাজ্ব আমিনুল ইসলাম আমিন।ইফতার ও সাহরী বিতরণের কার্যক্রম শেষ পর্যায়ে।

তারই ধারাবাহিকতায় ৭মে বিকেলে উপজেলার চরম্বা ইউনিয়নের দুর্গম পাহাড়ী জনপথের বিভিন্ন এলাকার অসহায় কৃষক দিনমজুর, প্রতিবন্ধীসহ মোট ২০০ পরিবারের মাঝে কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলামের ঈদ উপহার ঘরে ঘরে পৌছে দেয়া হয়েছে।

এসময় উপস্হিত ছিলেন চরম্বা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, চরম্বা ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা মুহাম্মদ আছহাব উদ্দিন,আমিনুল ইসলাম আমিনের ব্যক্তিগত সহকারী, বড়হাতিয়ার কৃতি সন্তান সমাজসেবক মিরান হোসেন মিজান,চরম্বা ইউপি মেম্বার মুহাম্মদ সৈয়দ হোসেন, চরম্বা ইউপির ২নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী মুহাম্মদ এনামুল হক এনাম, চরম্বা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুল্লাহ আল মামুন, ছাত্রলীগ নেতা মহি উদ্দিন।

আরো পড়ুন