মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
প্রকাশিত : ১:০৪ পূর্বাহ্ন মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
লোহাগাড়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় ২ মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৪১০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃতরা হল নারায়ণগঞ্জ রুপগঞ্জ গোয়াল পাড়া এলাকার মুহাম্মদ আওয়ালের পুত্র রাকিব মিয়া(৩২) এবং ঠাকুরগাঁও পীরগঞ্জ ভাঙ্গি পাড়া এলাকার মৃত আবদুল জব্বারের পুত্র সফিজ উদ্দিন(৩৫)।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে চট্টগ্রাম অভিমুখী একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৪১০০ পিচ ইয়াবাসহ ২ মাদক কারবারীকে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য,নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয় এবং ৭ মে সকালে তাদেরকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।