মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩

ভুট্টা ক্ষেতে শিশুর গলাকাটা মরদেহ

প্রকাশিত : ২:২৩ পূর্বাহ্ন মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩

নাটোর সংবাদদাতা

নাটোরের গুরুদাসপুরে ভুট্টাক্ষেত থেকে মুহিবুল্লাহ (০৬) নামে এক শিশুর গলাকাটা ও বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ মে) দিনগত রাত সাড়ে ৯টার সময় এই মরদেহ উদ্ধার করা হয়। নিহত মহিবুল্লাহ সিংড়া উপজেলার গোটিয়া মহিষমারী গ্রামের পল্লী চিকিৎসক মোঃ ইসাহক আলীর ছেলে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করে জানান, মহিবুল্লার মা শাপলা বেগম বাচ্চা প্রসবের জন্য শিশু মুহিবুল্লাহকে সাথে নিয়ে গত মাস খানেক আগে বাবার বাড়ি গুরুদাসপুর উপজেলার সাবগাড়ি
ভিটাপাড়া গ্রামের মোঃ দেরাজ মোল্লার বাড়িতে আসেন। নানার বাড়িতে মায়ের সাথেই অবস্থান করছিল শিশু মহিবুল্লাহ।

আজ বিকেলের দিকে মোবাইল ফোন নিয়ে কার্টুন দেখতে দেখতে বাড়ির বাহিরে যায় মহিবুল্লাহ । এরপর থেকে সে নিখোঁজ হয়। একই সঙ্গে নিখোঁজ হওয়ার সময় তার হাতে একটি অ্যান্ড্রয়েড মোবাইল সেট ছিল। যার নম্বর (০১৭৩১৯৭৯০৯৯)। অনেক খোঁজাখুঁজি করে মোবাইলসহ তার কোন সন্ধান পান না স্বজনরা।

পরে রাত সাড়ে আটটার দিকে তার নানার বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার অদূরে একটি ভুট্টা ক্ষেতের মধ্যে গলাকাটা ও বস্তাবন্দি অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (০৭ মে) সকালে তার মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

ওসি বলেন, পিছনের দিকে ঘাড়ে কাটা অবস্থায় মহিবুল্লাহর মৃতদেহ পাওয়া যায়। কি কারনে, কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধারের সময় শিশুটির হাতে থাকা মোবাইল সেটটি পাওয়া যায়নি। সেটি উদ্ধারের চেষ্টা চলছে । মোবাইল সেটকে কেন্দ্র করে হয়তো এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আরো পড়ুন