মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩

সাংসদ প্রফেসর ড. নদভীর পক্ষে লোহাগাড়ায় অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

প্রকাশিত : ১:৫৭ পূর্বাহ্ন মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩

 

লোহাগাড়া প্রতিনিধিঃ

চট্টগ্রাম-১৫(সাতকানিয়া- লোহাগাড়া)`র সংসদ সদস্য, বিশ্ববরেণ্য আলেমেদ্বীন ও গবেষক প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির পক্ষ থেকে লোহাগাড়া উপজেলায় বিভিন্ন এলাকায় অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

৬ মে(বৃহস্পতিবার) বিকেল ৪টার দিকে নব নির্মিত লোহাগাড়া উপজেলা মডেল মসজিদ মাঠে আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড.আবুল আল মুহাম্মদ হোছামুদ্দিন এর সার্বিক তত্ত্বাবধানে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

স্থানীয় সাংসদ প্রফেসর ড.নদভীর একান্ত সচিব,তারুণ্যের অহংকার এরফানুল করিম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ আহসান হাবীব জিতু।

এসময় উপস্হিত ছিলেন লোহাগড়া থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন মাহমুদ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মুহাম্মদ মাহবুব আলম শাওন ভূঁইয়া, লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম এ গনি সম্রাট, দক্ষিণ জেলা যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মিয়া মুহাম্মদ শাহজাহান বিন আবদুল আজিজ, দক্ষিণ জেলা যুবলীগের সদস্য নুরুল আলম জিকু, লোহাগড়া উপজেলা যুবলীগের আহবায়ক জহির উদ্দিন,উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নুরুল হক নুনু,আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম ইউনুচ,লোহাগড়া উপজেলা বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সভাপতি মিজানুর রহমান মিজান,স্থানীয় সাংসদের এডমিন দেলোয়ার হোসেন বেলাল ও আওয়ামিলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন