মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
প্রকাশিত : ২:৩২ পূর্বাহ্ন মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
লোহাগাড়া প্রতিনিধিঃ
চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবদুস সালামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য শাহিদা আকতার জাহানের বরাদ্দকৃত হইতে লোহাগাড়ায় ১৭০ জন ব্যক্তিদের মাঝে ইফতার ও সাহরী সামগ্রী বিতরণ করা হয়েছে।
৬ মে বৃহস্পতিবার সকালে উপজেলা পাবলিক হলে উপজেলার মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দরা, এতিম শিশু ও অসহায়, হত দরিদ্র পরিবারসহ মোট ১৭০ পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ আহসান হাবীব জিতু ।
এসময় উপস্হিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ খোরশেদ আলম চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য শাহিদা আকতার জাহান, উপজেলা জাতীয় শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মুহাম্মদ নুরুল হক নুনু, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা জেসমিন আকতার, সহ-সভাপতি কোহিনুর আকতার, মধ্য আমিরাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নারীনেত্রী কামরুন্নাহার বেবী।
পরে চট্টগ্রাম জেলা পরিষদের পক্ষ থেকে ইউএনও মোঃ আহসান হাবীব জিতুকে স্বাস্হ্য সুরক্ষা সামগ্রী তুলে দেন জেলা পরিষদ সদস্য শাহিদা আকতার জাহান।