মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩

মালবাহী ট্রাকে মিলল ৭হাজার পিচ ইয়াবা, মাদক কারবারী লোহাগাড়ায় আটক

প্রকাশিত : ২:২০ পূর্বাহ্ন মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩

 

লোহাগাড়া প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় এক মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ৭হাজার পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি মালবাহী ট্রাক জব্দ করা হয়।

আটককৃত মাদক কারবারী হল কক্সবাজার উখিয়া রাজাপালং পুর্ব পাড়া এলাকার বজেন্দ্র বড়ুয়ার পুত্র সুমন বড়ুয়া(৪০)।

লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দিবাগত রাত দেড়টার দিকে এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি টিম চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ে চট্টগ্রাম অভিমুখী মালবাহি ট্রাক থামিয়ে সেখানে তল্লাশি চালিয়ে ৭ হাজার পিচ ইয়াবা সহ এক মাদক কারবারীকে আটক করে।

আটককৃত মাদক কারবারীর বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয় এবং আজ ৫ মে সকালে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।

আরো পড়ুন