সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩

ডিসির মোবাইল নাম্বার ক্লোন

প্রকাশিত : ১১:১৩ পূর্বাহ্ন সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩

পার্বত্য জেলা রাঙ্গামাটির জেলা প্রশাসকের দাপ্তরিক মোবাইল নম্বর 01550601401ক্লোন করে বিভিন্ন সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের কাছে টাকা চাওয়া হচ্ছে। প্রযুক্তির উৎকর্ষতার এ’যুগে দুষ্কৃতকারীদের হাতে প্রায়শই কল স্ফুফিং- এর শিকার হয়ে সাধারণ মানুষ প্রতারিত হয়।

রাঙ্গামাটির সকল সাধারণ জনগণ, জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের এ’বিষয়ে সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
দুষ্কৃতিকারিগণ দুটি বিকাশ নম্বর ব্যবহার করছে
01882319079,01755728640

উল্লেখ্য প্রতারক দাপ্তরিক নম্বর থেকে কল করে বলছে, “আমি আমার ব্যক্তিগত নম্বর থেকে কল করছি”। প্রতারকের ব্যবহৃত মোবাইল নম্বর 01323722742।

উল্লিখিত ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

 

আরো পড়ুন