মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩

মোটরসাইকেল যোগে ইয়াবা পাচারকালে ৪হাজার ইয়াবাসহ লোহাগাড়ায় আটক ২

প্রকাশিত : ১০:৫১ অপরাহ্ন মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩

 

লোহাগাড়া প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় ২ মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৪হাজার পিচ ইয়াবা ট্যাবলেট ও একটি উন্নতমানের মোটর সাইকেল জব্দ করা হয়।

আটককৃতরা হল চট্টগ্রামের পাহাড়তলী নয়া পাড়া এলাকার আবু তাহের প্রকাশ তাহের সওদাগরের পুত্র মুহাম্মদ আবুল কালাম প্রকাশ আবু (৪০) এবং একই এলাকার সামশুল হক (অবসরপ্রাপ্ত সার্জেন্ট) এর পুত্র আল মোমিন প্রকাশ জনি(২৪)।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সাড়ে ১১টার দিকে এসআই মুহাম্মদ গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি পুলিশি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলা পরিষদের সামনে চট্টগ্রাম অভিমূখী একটি মোটর সাইকেল থামিয়ে সেখানে তল্লাশি চালিয়ে ৪হাজার পিচ ইয়াবা সহ ২মাদক কারবরীকে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং ৩ মে সকালে তাদেরকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।

আরো পড়ুন