মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩

লোহাগাড়ায় দোকান-শপিংমলসহ বিভিন্ন ব্যক্তিদের মাঝে থানা পুলিশের মাস্ক বিতরণ

প্রকাশিত : ১০:১৩ পূর্বাহ্ন মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩

 

লোহাগাড়া প্রতিনিধিঃ

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় কঠোর অবস্হানে রয়েছে থানা পুলিশ।

স্বাস্হ্যবিধি নিশ্চিত করতে সবাইকে মাস্ক পরিধান করতে মাঠে নেমেছে লোহাগাড়া থানা পুলিশের বিশেষ টিম।

২ মে সকালে উপজেলার বটতলী মোটর স্টেশনস্হ বিভিন্ন মার্কেট -দোকানপাট ও পদুয়া বাজারের বিভিন্ন মার্কেটে লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদের নেতৃত্বে এসআই সামশুদ্দৌহা ও সঙ্গীয় পুলিশ ফোর্সদের সাথে নিয়ে মাস্ক বিতরণ কর্মসূচির কার্যক্রম চালিয়েছে। এসময় সবাইকে সচেতনামুলক স্বাস্হ্যবিধি মেনে দোকান পরিচালনা করা এবং মাস্ক পরিধান করতে সকলকে অনুরোধ জানান।

 

 

 

লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ জানান, বাংলাদেশ পুলিশ করোনার ঢেউ মোকাবেলায় নিরলসভাবে কাজ করে যাচ্ছি।আমরা সকলকে এত সচেতন করার পরও অনেকেই স্বাস্হ্যবিধি মানছেনা, মাস্ক না পরে ঘুরাফেরা ও দোকানপাট পরিচালনা করছেন। লোহাগাড়া থানা পুলিশের পক্ষ থেকে প্রতিনিয়নত আমরা জনসচেতনতামুলক মাস্ক বিতরণ করে যাচ্ছি বিভিন্ন মার্কেট, শপিং মল, হাট বাজার, পথচারী, গাড়ি চালক ও সাধারণ জনগণের মাঝে। সবাইকে মাস্ক পরে দোকান ও মার্কেট পরিচালনা করতে অনুরোধ জানিয়েছেন ওসি জাকের হোসাইন মাহমুদ।

আরো পড়ুন