সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
প্রকাশিত : ১১:১৭ পূর্বাহ্ন সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
লোহাগাড়া প্রতিনিধিঃ
জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২১ ইং উপলক্ষে চট্টগ্রামের লোহাগাড়ায় এতিম শিশুদের মাঝে পুষ্টিকর খাদ্য ও স্বাস্হ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল সকালে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের পক্ষ থেকে স্বাস্হ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফের তত্বাবধানে পদুয়া আলী সিকদার পাড়া মোহাম্মাদীয়া তাহেফিজুল কোরআন এতিমখখানার শিশুদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাবারের মধ্যে ছিল ছোলা, খেজুর, সেমাই, চিনি, চিড়া, মুড়ি, সয়াবিন তেল, পিঁয়াজ, আলু, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও সাবান।
এ সময় উপস্হিত ছিলেন উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ অমিত কুমার নাথ, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আব্দুল্লাহ আল রিজুয়ান ও উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের ক্যাশিয়ার মুহাম্মদ শহীদুল ইসলাম।
উপজেলা স্বাস্হ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ জানান, করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে হলে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি সবসময় মাস্ক পরিধান করতে হবে। সাবান ও পানি দিয়ে ঘনঘন হাত ধূয়ে নিয়ে অ্যালকোহলমুক্ত স্যানিটাইজার ব্যবহার করতে হবে। শতভাগ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। হাঁচি বা কাশি দেওয়ার সময় হাতের কনুইয়ের ভাঁজে বা টিস্যু দিয়ে নাক ঢাকতে হবে। তিনি আরও জানান, জাতীয় পুষ্টি সপ্তাহ-২১ উপলক্ষে আমাদের স্বাস্হ্য বিভাগের পক্ষ থেকে এতিম শিশুদের কে পুষ্টিকর খাবার এবং স্বাস্হ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছি।