মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩

প্রাইভেট কারে তল্লাশিঃ৬হাজার পিচ ইয়াবাসহ লোহাগাড়ায় আটক ৩

প্রকাশিত : ১১:১১ অপরাহ্ন মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩

 

লোহাগাড়া প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় ৩ মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ৬হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং মাদক কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়।

আটককৃত মাদক কারবারী হল যথাক্রমে কক্সবাজার জেলার সদর উপজেলার লারপাড়া এলাকার নুরুল কবিরের পুত্র ছৈয়দুল করিম(৩৫), কক্সবাজার পৌরসভা বনরুপা পাড়া এলাকার নুরুদ্দিনের পুত্র আবু তাহের রানা (৩৭) এবং কক্সবাজার সদরের ঝিলংজা এলাকার লোকমান হাকিমের পুত্র শাহ আলম(৩৫)।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মুুহাম্মদ রাশেদুল ইসলাম ও এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি পুলিশি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলা পরিষদ গেইটের উত্তর পার্শ্বে এলাকায় চট্টগ্রাম অভিমুখী মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৬হাজার পিচ ইয়াবাসহ ৩মাদক কারবারীকে আটক করা হয়।

আটককৃত মাদক কারবারীদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং ৩০ এপ্রিল সকালে তাদেরকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।

আরো পড়ুন