মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
প্রকাশিত : ১১:২৭ অপরাহ্ন মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মাদার্শা রেঞ্জের বড় মাদ্রা বিট এলাকায় সুফল বাগানের ৬০ হাজার চারাগাছ নষ্ট করে দিয়েছে দুর্বৃত্ততা।
২৬ এপ্রিল দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটেছে।
বিষয়টি মাদার্শা বনরেঞ্জ কর্মকর্তা মুহাম্মদ ইসমাঈল হোসেন নিশ্চিত করেছেন।
এ ঘটনায় মাদার্শা রেঞ্জের বড় মাদ্রা বিট কর্মকর্তা সাংচিঔ আমলাই মারমা বাদি হয়ে সাতকানিয়া থানায় একটি সাধারণ ডায়েরী(জিডি) দায়ের করেছেন। যাহার জিডি নং ১৩০৭, তারিখঃ ২৮/০৪/২০২১ইং।
জানা যায়, সাতকানিয়া উপজেলার মাদার্শা রেঞ্জের অধীন বড় মাদ্রা বিট এলাকায় ২০২০-২১ বছরের বনবিভাগের জায়গা উদ্ধার করে বনায়ন করার জন্য সুফল project এ বিভিন্ন প্রজাতির ৬০ হাজার চারা রোপন করেছিল। কিন্তু গত ২৬ এপ্রিল দিবাগত রাত দেড়টার দিকে রুপনকৃত চারাগুলো বিষাক্ত ঔষধ ছিটিয়ে নষ্ট করে দেয় দুর্বৃত্ততা। এতে সব চারাগুলো নষ্ট হয়ে যায়।
মাদার্শা বনরেঞ্জ কর্মকর্তা মুহাম্মদ ইসমাঈল জানান, বনবিভাগের জায়গা উদ্ধার করতে আমরা কাজ করে যাচ্ছি। এলাকার কিছু কুচক্রীমহল সুফল প্রজেক্টে বিভিন্ন প্রজাতির ৬০ হাজারের মত চারাগাছ বিষ ছিটিয়ে নষ্ট করে দেয়। আগামী জুন মাসে বাগানে চারা গাছগুলো রুপন করার জন্য আমরা প্রস্তুতি নিই। এ ঘটনায় আমার রেঞ্জের বিট অফিসার সাতকানিয়া থানায় একটি সাধারণ ডায়েরী(জিডি) দায়ের করা হয়েছে।