বুধবার, ২২ মার্চ ২০২৩
প্রকাশিত : ১২:৪০ পূর্বাহ্ন বুধবার, ২২ মার্চ ২০২৩
লোহাগাড়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় ২ মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ২হাজার ৫০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃত মাদক কারবারী হল কক্সবাজার জেলার বদনখালী মগনামা পাড়া এলাকার গিয়াস উদ্দিনের পুত্র ফয়সাল(২৮) ও আসমত সরদারের পুত্র লাম সরদার(৩০)।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মুুহাম্মদ রাশেদুল ইসলাম ও এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি পুলিশি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলা পরিষদের গেইটের সামনে চট্টগ্রাম অভিমুখী মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ২হাজার ৫০০ পিচ ইয়াবাসহ ২মাদক কারবারীকে আটক করা হয়।
আটককৃত মাদক কারবারীদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং ২৯ এপ্রিল সকালে তাদেরকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।