মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩

সাতকানিয়ায় স্বাস্থ্যবিধি মানাতে ব্যবসায়ীদের সাথে পুলিশের মতবিনিময়

প্রকাশিত : ১:৪৮ পূর্বাহ্ন মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩

সাতকানিয়া প্রতিনিধি
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাটে করোনা ভাইরাস প্রতিরোধে ব্যবসায়ীদের সচেতন করার জন্য পুলিশের পক্ষ থেকে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করা হয়েছে। গতকাল দুপুরে কেরানীহাটের নিউ মার্কেট ব্যবসায়ী সমবায় সমিতির কার্যলয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার(দক্ষিণ) কবির আহম্মেদ। সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় কেরানীহাট প্রগতিশীল ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোহাম্মদ ফেরদৌস আলম,কেরানীহাট ল্যান্ড ওনার্স এসোসিয়েশনের অর্থ সম্পাদক সাংবাদিক শহীদুল ইসলাম বাবর ও নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি শহর মুল্লুক রাশেদসহ ব্যবসায়ী নেতৃবৃন্ধরা বক্তব্য রাখেন। সভায় প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার হুমবায়ুন কবির বলেন, করোনা ভাইরাসের বিস্তৃতি ঠেকাতে সরকার লকডাউন ঘোষনা করেছে। এই সময় গনপরিবহণ বন্ধ থাকলেও ব্যবসায়ীদের কথা চিন্তা করে স্বাস্থ্যবিধি মেনে ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনার সুযোগ করে দিয়েছে। স্বাস্থ্যবিধি মানাতে সরকারের বিভিন্ন সংস্থা কাজ করে যাচ্ছে। পাশপাশি পুলিশও মাঠে রয়েছে। আমরা মানুষকে সচেতন করার চেষ্টা করছি। মাস্ক পরা নিশ্চিত করছি। ব্যবসায়ীরাও যদি নিজেদের এবং ক্রেতাদের মাস্ক নিশ্চিত, ক্রেতাদের তাপমাত্রা পরিমাপের যন্ত্র স্থাপনসহ সামাজিক দুরত্ব মেনে ক্রয়-বিক্রয় করা নিশ্চিত করা গেলেই আমরা তাহলে হয়তো আমরা করোনার এই মহামারি থেকে নিজেদের রক্ষা করতে পারব।

আরো পড়ুন