সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩

রোজা রেখে গরীব কৃষকের ধান কেটে দিল বড়হাতিয়া ইউনিয়ন ছাত্রলীগ

প্রকাশিত : ১২:০০ অপরাহ্ন সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩

 

লোহাগাড়া প্রতিনিধিঃ

লকডাউনে শ্রমিক সংকট ও অর্থ সংকটের কারণে ১২ গন্ডা জমির পাকা ধান কাটতে পারছিলেন না চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কৃষক মুহাম্মদ বাহাদুর। ক্ষেতেই ধান নষ্ট হওয়ার উপক্রম হচ্ছিল।

খবর পেয়ে বড়হাতিয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা মুহাম্মদ সোহেল ও রাকিবুল হকের নেতৃত্বে ছাত্রলীগের একটি টিম সেখানে ছুটে যান।

২৮ এপ্রিল( বুধবার) সকালে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদের নির্দেশনায় বড়হাতিয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা মুহাম্মদ সোহেল ও রাকিবুলের নেতৃত্বে একটি দল ১২ গন্ডা জমির ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দেন।

এসময় সাথে ছিলেন বড়হাতিয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা আসিফ, ছাত্রলীগ নেতা সাকিব, ছাত্রলীগ নেতা রাকিব, ছাত্রলীগ নেতা সোহেল, ছাত্রলীগ নেতা মাইনু সহ প্রমুখ।

বড়হাতিয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা মুহাম্মদ সোহেল জানান, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় পর্যন্ত কৃষকদের পাশে আমরা ছাত্রলীগের নেতৃবৃন্দরা সবসময় পাশে থাকবো।

 

আরো পড়ুন