সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
প্রকাশিত : ১১:৪৪ পূর্বাহ্ন সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
লোহাগাড়া প্রতিনিধিঃ
মনোয়ারা বেগম। তার স্বামীর নাম জসিম উদ্দিন।তার বাড়ী লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের মাইজবিলা এলাকার পুর্ব পাড়া গ্রামে। বিগত ২ বছর পুর্বে তার স্বামী বিদেশ থাকাকালীন অবস্হায় মারা যান। তার সংসারে ১ ছেলে ১ মেয়ে রয়েছে। তার বড় ছেলে স্হানীয় একটি মাদ্রাসায় ৯ম শ্রেনীতে এবং এক মাত্র মেয়ে ৮ম শ্রেনীতে পড়ালেখা করছে। সারাদেশে চলছে লকডাউন। লোহাগাড়ায় করোনা ভাইরাসের কারণে মানুষ গৃহবন্দি রয়েছে। বিধবা মনোয়ারা বেগমের এহেন দুর্দশার বিষয়টি সংবাদকর্মীর মাধ্যমে চরম্বা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা মুহাম্মদ আছহাব উদ্দিনকে অবহিত করা হয়।
২৭ এপ্রিল বিকেলে চরম্বা নয়াবাজারস্হ অফিসে বিধবা মনোয়ারা বেগমের ছেলের হাতে ইফতার ও ত্রাণ সামগ্রী প্রদান করেন চরম্বা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, চরম্বা ইউপির সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক সফল ছাত্রনেতা তারুণ্যের অহংকার মুহাম্মদ আছহাব উদ্দিন।
এসময় তিনি জানান, অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। রাজনীতি করি মানুষের কল্যাণে কাজ করার জন্য। মাইজবিলা এলাকায় অসহায় মনোয়ারা বেগমের দুর্দশার বিষয়টি এক সংবাদকর্মীর মাধ্যমে জানতে পেরে তার পরিবারকে ইফতার ও ত্রাণ সামগ্রী প্রদান করেছি। আগামীতেও কেউ আর্থিক সংকট কিংবা অসহায় মানুষের পাশে থাকবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।