শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩
প্রকাশিত : ১২:২৭ পূর্বাহ্ন শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩
নগরীর পাহাড়তলী থানাধীন অলঙ্কার মোড়ের আবদুল আলী নগর(জোলাপাড়া) এলাকার হাসান ভবনের বাসা থেকে বের হয়ে আর ফেরেনি ষষ্ঠ শ্রেণীর ছাত্রী মিফতাউল জান্নাত মিথিলা(১২)। মিথিলার খোঁজে থানা ও সংবাদমাধ্যমের দ্বারস্থ হয়েছেন তার পিতা কবির হোসেন।
এ ব্যাপারে নগরীর পাহাড়তলী থানায় একটি সাধারণ ডায়েরী( জিডি নং ১০৭০, তাং ২৬/০৪/২১ইং) করা হয়েছে।
ডায়েরীতে উল্লেখ করা হয়েছে, মিফতাউল জান্নাত মিথিলা গত ২৬এপ্রিল সোমবার হাসান ভবনের বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। বাসা থেকে বের হওয়ার সময় মিথিলার পরনে ছিল আকাশী রঙের জামা, লাল ওড়না, নীল পায়জামা এবং তার পা ছিল খালি।
মিথিলার উচ্চতা আনুমানিক ৫ফুট, গায়ের রঙ ফর্সা, মুখ মন্ডল গোলাকার। মিথিলা শুদ্ধ ভাষায় কথা বলে।
কোন হৃদয়বান ব্যক্তি মিথিলার খোঁজ পেয়ে থাকলে তার বাবা কবির হোসেনের মোবাইল নং ০১৮৩৫৬৪৮১১০ এবং ০১৯৭৫৬৪৮১১০ তে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।