সোমবার, ২৯ মে ২০২৩
প্রকাশিত : ২:১২ পূর্বাহ্ন সোমবার, ২৯ মে ২০২৩
রায়হান সিকদার, লোহাগাড়াঃ
লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের দক্ষিণ পুর্ব আমিরাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। উক্ত নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন চট্টগ্রামস্হ নিজাম হোটেলের স্বত্বাধিকারী,লোহাগাড়া মা ও শিশু হাসপাতালের পরিচালক, আমিরাবাদ কিল্লার আন্দর এলাকার মরহুম আবদুল গফুর সওদাগরের সুযোগ্য পুত্র,আওয়ামী পরিবারের কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আনোয়ার হোসেন।সাতকানিয়া-লোহাগাড়ার সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী এমপি’র প্রতিনিধি (শিক্ষানুরাগী) হিসাবে তাঁকে মনোনীত করা হয়। বিষয়টি উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোসলেম উদ্দিন নিশ্চিত করেছেন।১৪ অক্টোবর সকালে বিদ্যালয়ের নব নির্বাচিত সভাপতি আগমন করলে তাকে বিদ্যালয় পরিচালনা কমিটি, শিক্ষক- শিক্ষিকাবৃন্দ ও লোহাগাড়া মা ও শিশু হাসপাতালের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।এ সময় উপস্হিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাছিমা আকতার চৌধুরী, লোহাগাড়া মা ও শিশু হাসপাতালের নির্বাহী পরিচালক আনছার উদ্দিন,ডিএমডি আলহাজ্ব মুহাম্মদ নোমান, হাসপাতালের পরিচালক ইলিয়াছ হোসেন,মুহাম্মদ আমির হোসেন,অভি মেডিকেল হলের স্বত্বাধিকারী ও লোহাগাড়া জেনারেল হাসপাতালের পরিচালক মুহাম্মদ নজরুল ইসলাম,মা ও শিশু হাসপাতালের পরিচালক মুহাম্মদ সোহেল, ফারিয়ার লোহাগাড়া উপজেলার সেক্রেটারী মিনহাজ্ব আবেদীন,বিদ্যালয়ের সহ-সভাপতি মৌলানা রহমত উল্লাহ, বিদ্যালয়ের অভিভাবক সদস্য দাউদ,শামীমা আকতার,জান্নাতুল ফেরদৌস ও মনোয়ারা বেগম । চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আনোয়ার হোসেন এমপি’র মনোনীত (শিক্ষানুরাগী) নির্বাচিত হওয়ায় সাতকানিয়া-লোহাগাড়ার সাংসদ প্রফেসর ড.আবু রেজা নদভী এমপি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন তার অনুভুতি প্রকাশ করতে গিয়ে উক্ত প্রতিবেদককে বলেন,মহান আল্লাহর কাছে শোকরিয়া।উক্ত বিদ্যালয়ের সভাপতি হতে পেরেই নিজেকে ধন্য মনে করছি । তিনি আরো বলেন,বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে কাজ করে যাবো ইনশাল্লাহ।তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।