সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩

চলাচলের অনুপযোগী পদুয়ার পেঠান শাহ সড়কের ব্রিজঃ দ্রুত সংস্কারের আশ্বাস ইউএনও`র

প্রকাশিত : ১২:৩৫ অপরাহ্ন সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩

 

রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ

লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডস্হ পদুয়া পেটান শাহ্ সড়ক যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। উক্ত সড়কটি জনগুরুত্বপুর্ণ সড়ক হিসেবে পরিচিত। এলাকার সাধারণ জনগণ ও গাড়ি চলাচলে রীতিমত হিমশিম খেতে হয়েছিল। যেকোন সময় ঘটতে পারে সড়কে দুর্ঘটনা।
এহেন সড়কের ব্রিজের বেহাল চিত্রের বিষয়টি স্হানীয় এলাকার বাসিন্দা কবিয়াল জাহেদ সরকার উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান হাবীব জিতুকে অবহিত করেন। স্হানীয় জনগন ও গাড়ি চলাচলের সুবিধার কথা বিবেচনা করে তাৎক্ষণিক সংশ্লিষ্ঠ ঠিকাদার ও মেম্বারকে সড়কের ব্রীজটি সংস্কারের নির্দেশ দিয়েছেন ইউএনও মোঃ আহসান হাবীব জিতু।

তিনি জানান, পদুয়া পেঠান শাহ সড়কের ব্রিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক। সড়কের ব্রিজ ভাঙ্গনের কারণে সাধারণ মানুষ ও গাড়ি চলাচলে ভোগান্তির শিকার হতে হচ্ছে। বিষয়টি স্হানীয় এলাকার বাসিন্দা কবিয়াল জাহিদ সরকার আমাকে অবহিত করলে আমি স্হানীয় মেম্বারকে দ্রুত সড়কের ব্রিজটি সংস্কারের জন্য নির্দেশ দিয়েছি।

আরো পড়ুন