শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩
প্রকাশিত : ১২:৩২ পূর্বাহ্ন শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩
লোহাগাড়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়া চুনতি জাইল্লাহ রেইনজার অফিস সংলগ্ন পিকআপ- মাহিন্দ্রা/জিতু মালিক-শ্রমিক ও স্হানীয় এলাকাবাসীর উদ্যোগে ইছালে সওয়াব মাহফিল ও খতমে কোরআন অনুষ্ঠিত হয়েছে।
২৮ ফেব্রুয়ারি সকাল ১১টার দিকে পিকআপ- মাহিন্দ্রা/জিতু মালিক-শ্রমিকের সভাপতি শ্রমিকনেতা মোঃ এরশাদ কোম্পানীর তত্বাবধানে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে ও মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান ওয়ায়েজের বক্তব্যে রাখেন আমিরাবাদ সুফিয়া আলীয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক,রশিদার পাড়া জামে মসজিদের খতিব, বিশিষ্ঠ আলেমেদ্বীন মাওলানা আবদুস সোবাহান।
মাহফিলে উপস্হিত ছিলেন দোহাজারি হাইওয়ে থানার এসআই মুুহাম্মদ ফারুক, বীর কন্ঠ সম্পাদক কাইছার হামিদ, বিশিষ্ঠ আলেমেদ্বীন মাওলানা আবদুল মান্নান আল কাদেরী, মাওলানা সৈয়দুল ইসলাম,পিকআপ- মাহিন্দ্রা/জিতু মালিক-শ্রমিকের সভাপতি শ্রমিকনেতা মোঃ এরশাদ কোম্পানী।
ইছালে ছওয়াব মাহফিল শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত পরিচালনা করেন
বিশিষ্ঠ আলেমেদ্বীন মাওলানা আবদুল মান্নান আল কাদেরী।
এছাড়াও মাহিন্দ্রা ও ম্যাজিক গাড়ির সকল চালকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্হিত ছিলেন।
মাহফিল শেষে সকলের জন্য শ্রমিকনেতা এরশাদ কোম্পানীর পক্ষ থেকে তাবরুকের ব্যবস্হা করা হয়।