মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
প্রকাশিত : ১০:৫২ অপরাহ্ন মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
নিজস্ব প্রতিবেদকঃ
মোঃ এনতেজার হোসেন । তার পিতার নাম মৃত নুর আহমদ মেম্বার। তার মরহুম পিতা সফল একজন মেম্বার ছিল। এলাকার ছিল তার অনেক জরপ্রিয়তা। বাবার সম্মানকে ধরে রাখতে আগামী চুনতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭নং ওয়ার্ডের মেম্বার পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন চুনতি ৭নং ওয়ার্ড পুর্ব পাড়া এলাকার বাসিন্দা মোঃ এনতেজার হোসেন। পেশায় একজন সফল ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে উপজেলা সদরের পুরাতন থানাস্হ এলাকায় সুনামের সাথে তার ব্যবসা পরিচালনা করছেন। পাশাপাশি তিনি এলাকার মানবতার কল্যাণে কাজ করতে ভালবাসেন অনেক। বিশেষ করে দ্বীনি শিক্ষা প্রসারের জন্য এলাকাকে আলোকিত করতে তিনি বর্তমানে তার এলাকায় সাতগড় তাহফিজুল কোরআন মাদ্রাসার সেক্রেটারি হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। সমাজের তার অবস্হান রয়েছে অনেক ভাল। এছাড়াও তিনি এলাকায় সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডে সার্বিকভাবে সহযোগীতার হাত প্রসারিত করে যাচ্ছেন।
মেম্বার পদপ্রার্থী মোঃ এনতেজার হোসেনের সাথে কথা হয় তার বিভিন্ন কর্মকান্ড নিয়ে। তিনি উক্ত প্রতিবেদককে জানান, আমি মানুষের সেবা করতে চাই, এলাকার মানুষকে কিছু দিতে চাই। আমার মরহুম বাবা মেম্বার থাকাকালীন সময়ে মানুষের কল্যাণে ও মঙ্গলের জন্য কাজ করে গেছেন। আমার
বাবার সম্মান কে ধরে রাখতে আমি আগামী ইউপির নির্বাচনে চুনতির ৭নং ওয়ার্ডে মেম্বার পদে নির্বাচন করব ইনশাল্লাহ। ইতিমধ্যে এলাকার মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি,সমর্থন পাচ্ছি। মানুষের বুক ভরা ভালবাসা আর আন্তরিকতায় আগামী নির্বাচনে এলাকাবাসীর গণরায়ে আমাকে তাদের সেবা করার সুযোগ দিবেন এই প্রত্যাশা।
চুনতির ৭নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী মোঃ এনতেজার হোসেন এলাকার সর্বস্তরের মানুষের দোয়া,সহযোগীতা ও সমর্থন কামনা করেছেন।