সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২১ সম্মাননা পেলেন দোহাজারী হাইওয়ে থানার ওসি মোঃ আব্দুর রব

প্রকাশিত : ১১:২২ পূর্বাহ্ন সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩

 

নিজস্ব প্রতিবেদকঃ

আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২১ সম্মাননা অর্জন করেছেন দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আব্দুর রব।

গত ১৯ ফেব্রুয়ারি সকালে ঢাকাস্হ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটির আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আইন শৃঙ্খলায় বিশেষ অবদান রাখায় ওসি আব্দুর রবকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২১ সম্মাননা প্রদান করা হয়।

ওসি আবদুর রব জানান, এলাকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে কাজ করা এবং সাধারণ মানুষকে নিরাপত্তা দেয়া পুলিশের কাজ। আমরা সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি। মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্মাননা পেয়ে নিজেকে গর্ববোধ মনে করছি।

ওসি আব্দুর রব সম্মাননা অর্জন করায় তাকে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা ও দোহাজারী হাইওয়ে থানা পুলিশের সদস্যবৃন্দরা ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন।

আরো পড়ুন