মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩

মোটর সাইকেলে তল্লাশিঃ লোহাগাড়ায় ইয়াবাসহ ২মাদক কারবারী আটক

প্রকাশিত : ১০:৩২ পূর্বাহ্ন মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩

 

নিজস্ব প্রতিবেদকঃ 

চট্টগ্রামের লোহাগাড়ায় ২ মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃতরা হল পাবনার ঈশ্বরদী পাকশী এলাকার মৃত আলীম উদ্দিন মোল্যার পুত্র মোঃ মন্নান মেকার(৪০) এবং একই এলাকার আছরদ্দী ফকিরের পুত্র নুর জামাল ফকির(২৪)।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ১১টার দিকে থানার এসআই যুযুৎসু যশ চাকমার নেতৃত্বে একটি পুলিশি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলা পরিষদের মেইন গেইটের সামনে মোটর সাইকেল থামিয়ে তল্লাশি চালিয়ে ৩ হাজার পিচ ইয়াবাসহ ২মাদক কারবারীকে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয় এবং ২৬ ফেব্রুয়ারি সকালে তাদেরকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে ।

আরো পড়ুন