সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
প্রকাশিত : ১২:২১ অপরাহ্ন সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
লোহাগাড়া প্রতিনিধিঃ
পবিত্র কুরআন শরীফ মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ। এটি একটি আসমানী গ্রন্থ। ইসলামী ইতিহাস অনুসারে দীর্ঘ তেইশ বছর ধরে খণ্ড খণ্ড অংশে হযরত মুহাম্মদ (সাঃ) – এর নিকট অবতীর্ণ হয়। পবিত্র কুরআনে সর্বমোট ১১৪টি সূরা বা অধ্যায় আছে। আয়াত বা অনুচ্ছেদ সংখ্যা ৬,২৩৬ টি। এটি মূল আরবি ভাষায় অবর্তীর্ণ হয়। মুসলিম চিন্তাধারা অনুসারে কুরআন ধারাবাহিকভাবে অবর্তীর্ণ পবিত্র ধর্মীয় গ্রন্থগুলোর মধ্যে সর্বশেষ। গ্রন্থ অবতরণের এই ধারা ইসলামের প্রথম বাণীবাহক আদম (আঃ) থেকেই শুরু হয়।
কোরআন শরীফ মুসলিম ধর্মের জন্য অন্যতম মাধ্যম ও হাতিয়ার। একজন ছোট্ট শিশু তার বুদ্ধি হওয়ার শুরুতে কোরআন শিক্ষার মাধ্যমে বেড়ে উঠে। সন্তানের অভিভাবকরা চাই কোরআনের শিক্ষা নিয়ে আলোতে আলোকিত হোক এটাই প্রত্যাশা।
তারই ধারাবাহিকতায় লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের চৌধুরী সড়কের বিমান বিল্ডিং এর পার্শ্বে ইলিয়াছ বিল্ডিং- এর ৪র্থ তলায় প্রতিষ্ঠিত হয় দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি ব্যতিক্রম শিক্ষা প্রতিষ্ঠান মদিনাতুল উলুম হিফজুল কোরআন মাদ্রাসা।এ মাদ্রাসার পরিচালক হাফেজ ক্বারী মোকতার আহমদ।
মাদ্রাসায় ছাত্র-ছাত্রীর সংখ্যা ৫৫জন। শিক্ষকের সংখ্যা ৪জন।
মাদ্রাসার দাতা সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন ইলিয়াছ বিল্ডিং এর জমিদার বিশিষ্ঠ সমাজসেবক আলহাজ্ব মুুহাম্মদ ইলিয়াছ।
সার্বিক সহযোগীতায় রয়েছেন আল ইত্তেহাদ হজ্ব কাফেলার স্বত্বাধিকারী হাফেজ বশির আহমদ, বায়তুন নুর জামে মসজিদের পেশ ইমাম হাফেজ নুরুল হুদা, এলিট টেইলার্সের স্বত্বাধিকারী হাফেজ মাওলানা ইউনুচ, আবির স্টোরের মালিক জিল্লুর রহমান।
মাদ্রাসায় রয়েছে নাজেরা বিভাগ,হেফজ বিভাগ, দাউর বিভাগ।
মাদ্রাসার পরিচালক হাফেজ ক্বারী মোকতার আহমদ জানান, আন্তর্জাতিক মানের হাফেজ ক্বারীদের মাধ্যমে শিক্ষার্থীদের হেফজ বিভাগে পাঠদান দেয়া হয়।আমাদের মাদ্রাসা হেফজ বিভাগ শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষায় প্রদান করা হয়। মদিনাতুল উলুম হিফজুল কোরআন মাদ্রাসায় বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ৫৫জন। শিক্ষকের সংখ্যা ৪জন। দ্বীনি শিক্ষার প্রসারে কুরআনের বাগানে অালোকিত করতে আমরা মাদ্রাসার কার্যক্রম পরিচালনা করছি। এখান থেকে হিফজ বিভাগ সম্পন্ন করতে শিক্ষার্থীরা অন্য মাদ্রাসা কিংবা স্কুলে পড়ালেখা করতে মনোনিবেশ হবে। হিফজ বিভাগের পাশাপাশি নূরানী শিক্ষাও গ্রহণ করতে পারবে ।