শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩

চুনতিতে এক মহিলাকে গাছের সাথে বেঁধে নির্যাতনের অভিযোগে স্বামী-স্ত্রী আটক

প্রকাশিত : ১২:৪৮ পূর্বাহ্ন শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩

 

লোহাগাড়া প্রতিনিধিঃ

লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের পানত্রিশা এলাকার কৃষক মুহাম্মদ কামালের স্ত্রী ছালেহা বেগম(৩২)কে পুর্ব শত্রুতার জের ধরে গাছের সাথে বেঁধে নির্যাতনের অভিযোগে স্বামী-স্ত্রীকে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ।

২২ ফেব্রুয়ারি দুপুর ১টার দিকে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদের নির্দেশে চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুুহাম্মদ রাফিকুল ইসলাম জামানের নেতৃত্বে একটি পুলিশি টিম চুনতি পানত্রিশা তাদের নিজ বাড়ী থেকে তাদের ২জনকে আটক করা হয়।

আটককৃতরা হল ওই এলাকার আবুল কাসেমের পুত্র মুহাম্মদ ফরিদুল আলম(৪৫), তার স্ত্রী খুকি আকতার(৩২) ।

ওসি জাকের হোসাইন মাহমুদ জানান, চুনতি পানত্রিশা এলাকায় গাছের সাথে বেঁধে ছালেহা বেগম নামের এক মহিলাকে নির্যাতনের অভিযোগে মহিলাসহ ২জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আটক ২জন স্বামী-স্ত্রী।
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্হা নেয়া হচ্ছে বলেও তিনি জানান।

এ ঘটনায় স্বামী-স্ত্রী গ্রেফতার হওয়ায় এলাকাবাসীরা লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আরো পড়ুন