মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩

ভাষা শহীদদের প্রতি লোহাগাড়া উপজেলা তাঁতীলীগের শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত : ১২:৫০ পূর্বাহ্ন মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩

 

লোহাগাড়া প্রতিনিধিঃ

আজ একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।দিবসটি উপলক্ষে সকাল ১১টার দিকে উপজেলা স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন জানিয়েছেন লোহাগাড়া উপজেলা তাঁতীলীগের নেতাকর্মীরা।

লোহাগাড়া উপজেলা তাঁতীলীগের সভাপতি ডাঃ জয়নুল আবেদীন ও সাধারণ সম্পাদক,বান্দরবান গ্র্যান্ড ভ্যালীর চেয়ারম্যান, পদুয়া ফরিয়াদেরকুল সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শিল্পপতি আলহাজ্ব মুহাম্মদ জাহাঙ্গীর অালম এতে নেতৃত্ব দেন।

 

 

এসময় উপস্হিত ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মুুহাম্মদ সাইফুল আলম চৌধুরী, লোহাগাড়া উপজেলা তাঁতীলীগের সহ-সভাপতি শাহজাদা মুুহাম্মদ আবুল কাসেম, পদুয়া ইউনিয়ন তাঁতীলীগের সভাপতি মুুহাম্মদ শব্বির আহমদ,লোহাগাড়া সদর ইউনিয়ন তাঁতীলীগের সভাপতি মুুহাম্মদ রাশেদুল ইসলাম, আমিরাবাদ ইউনিয়ন তাঁতীলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ নাছির উদ্দিনসহ উপজেলার নেতৃবৃন্দ ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতি-সম্পাদকসহ অনেক নেতাকর্মীরা।

এ সময় অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ বাজানো হয়। ফুল দেওয়া শেষে তারা কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন।

আরো পড়ুন