মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
প্রকাশিত : ১১:৪১ অপরাহ্ন মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
লোহাগাড়া প্রতিনিধিঃ
আজ অমর একুশে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রক্তস্নানের মধ্য দিয়ে ভাষার মর্যাদা প্রতিষ্ঠার দিন। সব বাধা অতিক্রম করে বাংলাকে পাথেয় করে এগিয়ে যাওয়ার শপথের দিন। বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার জন্য এদিন সালাম, বরকত, রফিক,জব্বার, শফিকসহ নাম না জানা অনেকে আত্মাহুতি দিয়েছিলেন।এজন্যই দিনটি একই সঙ্গে গৌরবের ও শোকের। জাতি আজ শ্রদ্ধাভরে সেইসব শহীদদের স্মরণ করছে। দিবসটি শুধু বাঙালির নয়, পৃথিবীর সব ভাষাভাষী মানুষের।
দিবসের প্রথম প্রহরে লোহাগাড়া উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জাতি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন জানানো হয়েছে।
উপজেলা পরিষদের পক্ষেঃ লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, ভাইস চেয়ারম্যান এম ইব্রাহীম কবির ও মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আকতার।
উপজেলা প্রশাসনের পক্ষেঃ উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ আহসান হাবীব জিতু,উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নীলূফা ইয়াসমিন চৌধুরী।
থানা প্রশাসনের পক্ষেঃলোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাকের হোসাইন মাহমুদ ও থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম।
উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের পক্ষেঃ স্বাস্ব্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ।
পদুয়া বনবিভাগের পক্ষেঃ পদুয়া সহকারী বনসংরক্ষক কর্মকর্তা শওকত ইমরান আরাফাত, পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলাম।
এছাড়াও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা পুষ্পমাল্য অর্পণ করে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপস্হিত ছিলেন লোহাগাড়া উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম,উপজেলা শিক্ষা অফিসার মুুহাম্মদ নুরুল ইসলাম,উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদ্দাম হোসেন রোমান খাঁন,উপজেলা সমাজসেবা অফিসার মুহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মুহাম্মদ ওমর ফারুক, মুহাম্মদ মোসলেম উদ্দিনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মরত কর্মচারীবৃন্দরা।
শ্রদ্ধা নিবেদন শেষে বীর শহীদদের আত্নার মাগফিরাত কামনায় মোনাজাত পরিচালনা করা হয়।
মোনাজাত পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ আবদুল গফুর।