প্রকাশ: ২০২১-০২-২০ ১২:৩৫:০৭ || আপডেট: ২০২১-০২-২০ ১৭:২৫:৫৯
নিজস্ব প্রতিবেদক,লোহাগাড়াঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় এক মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ৪হাজার ১`শ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃত মাদক কারবারী কক্সবাজার টেকনাফ নয়া পাড়া এলাকার ফরিদ আহমদের পুত্র আবদুল্লাহ(৩৪)।
লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ জানান,গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দিবাগত রাত ১টার দিকে এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি পুলিশি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চট্টগ্রাম অভিমুখী যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৪হাজার ১`শ পিচ ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক কারবারীকে আটক করা হয়।
আটককৃত মাদক কারবারীর বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলেও তিনি জানান।
Comments
Add Your Comment