রবিবার, ০২ এপ্রিল ২০২৩
প্রকাশিত : ৩:১১ অপরাহ্ন রবিবার, ০২ এপ্রিল ২০২৩
রায়হান সিকদার, লোহাগাড়াঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের আরকান মহাসড়কের চট্টগ্রাম অভিমুখী গ্রীণ লাইন পরিবহন হতে তল্লাশি চালিয়ে গাড়ীর চালককে গ্রেফতার করেছে থানা পুলিশ।এসময় তার কাছ থেকে ৪হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত চালকের নাম মোহাম্মদ শফিকুল ইসলাম (৩৬)। সে নারায়নগঞ্জ সিদ্ধিরগঞ্জ মিজমিঝি চৌধুরী পাড়ার মৃত নুরু মিয়ার পুত্র। সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ অক্টোবর দিবাগত রাত ২টায় লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম ও এস আই আব্দুল হকের নেতৃত্বে একটি পুলিশি দল উল্লেখিত এলাকায় যাত্রীবাহী গ্রীণ লাইন পরিবহনের চালকের সীটের নিচে তল্লাশি চালিয়ে ৪হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ চালককে আটক করা হয়। উক্ত ইয়াবার মূল্যে আনুমানিক ১২লক্ষ টাকা হবে বলে থানা সূত্রে জানা গেছে। আটককৃত চালকের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন।