প্রকাশ: ২০২১-০১-১৮ ২৩:১৩:৪৬ || আপডেট: ২০২১-০১-১৮ ২৩:১৩:৪৬
লোহাগাড়া প্রতিনিধিঃ
করোনার শুরুতে চিকিৎসা সেবায় বিশেষ অবদান রাখায় সম্মাননা অর্জন করলেন লোহাগাড়া ডায়াবেটিক জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা, অকুতোভয় যোদ্ধা ও সমাজকর্মী মোঃ আরমান বাবু রোমেল।
লোহাগাড়ায় গুণীজন সংবর্ধনা ও শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠান ১৮ জানুয়ারী সকাল ১০ টায় উপজেলা পল্লী উন্নয়ন অধিদপ্তর মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
লোহাগাড়া পূর্বকোন পাঠক ফোরাম-এর ব্যবস্থাপনায় এবং লোহাগাড়া দরিদ্র শিক্ষার্থী কল্যাণ সংস্থার পক্ষ থেকে সমাজকর্মী মোঃ আরমান বাবু রোমেলকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় তিনি বলেন,যে সমাজ গুনীজনকে সম্মান করেনা,সে সমাজ উন্নত হয় না। শিক্ষকতা মহান পেশা,অধিকাংশ শিক্ষকরা সৎ এবং গুণী। প্রত্যেক শিক্ষককে আমি খুব সম্মান করি। একটি সমাজ আলোকিত হয় সমাজে আলোকিত মানুষ থাকলে। আর আলোকিত মানুষরাই হল শিক্ষকরা।
অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দরিদ্র শিক্ষার্থী কল্যাণ সংস্থার সভাপতি অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক।
সংবর্ধিত প্রধান অতিথি ছিলেন প্রতিবন্ধী বান্ধব সমাজকর্মী ও লোহাগাড়া ডায়াবেটিক জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আরমান বাবু রুমেল।
প্রধান বক্তা ছিলেন সংবর্ধিত দরিদ্র শিক্ষার্থী কল্যাণ সংস্থার বিদায়ী সভাপতি শিক্ষাবিদ আবদুল খালেক।
গেষ্ট অব অনার ছিলেন লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ যথাক্রমে সুনীল কুমার চৌধুরী, মোঃ আজম খান, আবদুস ছুবুর, মোঃ নাসির উদ্দীন, মোঃ রফিক উদ্দীন,মোঃ নাজিম উদ্দীন, মোঃ সামশুদ্দীন, মোঃ ইসমাইল।
সংগঠনদ্বয়ের সাধারণ সম্পাদক সাংবাদিক এম.এম.আহমদ মনির-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক দোলন কান্তি দাশ ও আবদুস ছালাম, লোহাগাড়া সাংবাদিক ফোরাম-এর যুগ্ম সম্পাদক মারুফ খান, দপ্তর সম্পাদক এরশাদ আলম, আমিরাবাদ ইউপি সদস্য এরশাদুজ্জামান চৌধুরী এরশাদ, সংগঠনের নির্বাহী সদস্য মোঃ ইউসুফ ও আরমান হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে সম্মাননা ক্রেষ্ট প্রদানে সংবর্ধিত করা হয় আরমান বাবু ও আবদুল খালেক-কে।পরে সংগঠনের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও মশারী বিতরণ করা হয়েছে।
Comments
Add Your Comment