প্রকাশ: ২০২১-০১-১২ ১২:৫৭:৫২ || আপডেট: ২০২১-০১-১২ ১৩:০৫:৩৫
লোহাগাড়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের মাঝের দোকান এলাকায় আল হেদায়া ইসলামিক একাডেমীতে সন্ত্রাসীদের পরিকল্পিত হামলা ও শিক্ষকদের মারধরের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী , অভিভাবক ও স্হানীয় এলাকাবাসীরা।
১২ জানুয়ারী সকাল ১০টার দিকে মাদ্রাসার সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্যে রাখেন পদুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আবছার আহমেদ, যুবলীগ নেতা ইউনুচ বাহাদুর,সাবেক মেম্বার মুহাম্মদ আলী নেওয়াজ, পল্লী চিকিৎসক ফজলুল হক হিরু,মোঃ আলী আহমদ, বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ লোহাগাড়া উপজেলা শাখার সহ-সভাপতি যুবলীগ নেতা মোঃ জয়নাল আবেদীন, পদুয়া হাকিমিয়া আজিজিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা মোঃ মঈনুদ্দিন,আল হেদায়া ইসলামিক একাডেমীর প্রধান শিক্ষক মাওলানা মোঃ জিয়াবুল হক, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মোঃ জাকারিয়া,শিক্ষার্থী ফাহিম ও জুবাইর।
মানববন্ধনে বক্তারা বলেন, মানুষ গড়ার কারিগর শিক্ষক। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষককের উপর হামলা কোন দিন কাম্য নয়। শিক্ষকদের উপর হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
মানববন্ধনে মাদ্রাসার সকল শিক্ষক- শিক্ষিকাবৃন্দ, অভিভাবক-অভিভাবিকাবৃন্দ ও এলাকার সর্বস্তরের জনসাধারণ উপস্হিত ছিলেন।
Comments
Add Your Comment