রবিবার, ১১ জুন ২০২৩

যুবলীগ নেতা দিদার চরম্বা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

প্রকাশিত : ৭:৫৩ পূর্বাহ্ন রবিবার, ১১ জুন ২০২৩

রায়হান সিকদার, লোহাগাড়াঃ

লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের চরম্বা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।উক্ত ম্যানেজিং কমিটির নির্বাচনে  সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন চরম্বা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ আবদুস সালামে’র পুত্র, চরম্বা ইউনিয়ন যুবলীগ নেতা দিদারুল ইসলাম দিদার।

সাতকানিয়া-লোহাগাড়ার সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী এমপি’র প্রতিনিধি (শিক্ষানুরাগী) হিসাবে তাঁকে মনোনীত করা হয়। বিষয়টি উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোসলেম উদ্দিন নিশ্চিত করেছেন।তিনি  এমপি’র মনোনীত (শিক্ষানুরাগী) নির্বাচিত হওয়ায় সাতকানিয়া-লোহাগাড়ার সাংসদ প্রফেসর ড.আবু রেজা নদভী এমপি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বিদ্যালয়ের সভাপতি দিদারুল ইসলাম দিদার তার অনুভুতি প্রকাশ করতে গিয়ে উক্ত প্রতিবেদককে বলেন,মহান আল্লাহর কাছে শোকরিয়া।উক্ত বিদ্যালয়ের সভাপতি হতে পেরেই নিজেকে ধন্য মনে করছি । তিনি আরো বলেন,বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে কাজ করে যাবো ইনশাল্লাহ।তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।

যুবলীগ নেতা দিদারুল ইসলাম দিদার বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের সকল সদস্য,শিক্ষক- শিক্ষিকাবৃন্দ, সামাজিক,সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দরা অনেক ধন্যবাদ জানিয়েছেন।

আরো পড়ুন