মঙ্গলবার, ১৭ মে ২০২২
প্রকাশিত : ১:১৬ পূর্বাহ্ন মঙ্গলবার, ১৭ মে ২০২২
রায়হান সিকদারঃ
মহেশখালী প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক সিরাজুল হক সড়ক দুর্ঘটনাজনিত কারণে আহত হয়ে বর্তমানে কক্সবাজার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। খবর পেয়ে ৯ অক্টোবর রাতে হাসপাতালে আহত প্রবীণ সাংবাদিক সিরাজুল হককে দেখতে আসেন মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসান মারুফ এবং মহেশখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা,লোহাগাড়ার কৃতি সন্তান ইঞ্জিনিয়ার মোহাম্মদ শফিউল আলম সাকিব। এ সময় মহেশখালী প্রশাসনের কর্মকর্তাগণ তার চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন। তাকে সবধরণের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
দুঃসময়ে দুর্দশাগ্রস্থ এ বয়সী সাংবাদিকের পাশে দাঁড়ানোর জন্য -মহেশখালী প্রেস ক্লাবের পক্ষ থেকে উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, লোহাগাড়ার কৃতি সন্তান ইঞ্জিনিয়ার মুহাম্মদ শফিউল আলম সাকিবকে অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।