প্রকাশ: ২০২০-১১-২৬ ১৯:৩৫:৩২ || আপডেট: ২০২০-১১-২৬ ১৯:৩৫:৩২
নিজস্ব প্রতিবেদকঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য,উন্নয়নের সফল কান্ডারী,বিশ্ববরেণ্য আলেমেদ্বীন ও গবেষক প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির ঐকান্তিক প্রচেষ্ঠায় এলজিএসপি- ৩ এর আওতায় লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ডাবল সলিং এর কাজ শেষ করা হয়েছে।
উক্ত প্রকল্পগুলো নাম হল যথাক্রমে চুনতি সুফিনগর মৌলভী নজির আহমদ সড়ক এইচ বিবি,চুনতি নলবনিয়া সড়ক এইচবিবি, নারিশ্চা আলহাজ্ব আহমদ কবির সড়ক এইচ বিবি,নারিশ্চা সিকদার পাড়া সড়ক এইচবিবি, ফারাঙ্গা মাঝের পাড়া সড়ক এইবিবি,হাজ্বী নুর আহমদ সড়ক এইচবিবি,চুনতি হুজুর আহমদ সড়কে বক্স নির্মাণ, চুনতি মিয়াজি পাড়া সড়কের এইচবিবিকরণ, চুনতি হিমছড়ি রহমানিয়া পাড়া সড়কের বক্স কালভার্ট নির্মাণ, সাতগড় ছারামুড়া এইচবিবি করণ, ডাঃ হাফিজ সড়ক এইচবিবি করণ।
উক্ত সড়কগুলোর কাজ পরিদর্শন করেছেন চুনতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য মোঃ জয়নুল আবেদীন জনু কোম্পানি।
চেয়ারম্যান জয়নুল আবেদীন জনু কোম্পানী জানান, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মাননীয় এমপি মহোদয়ের আন্তরিক প্রচেষ্ঠায় তার ওয়ার্ডের বিভিন্ন এলাকায় রাস্তাঘাট, কালভার্ট সহ বিভিন্ন ধরণের উন্নয়নমুলক কর্মকান্ড সাধিত হয়েছে। তারই ধারাবাহিকতায় চুনতির বিভিন্ন এলাকায় মাননীয় এমপি মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্ঠায়
এলজিএসপি-৩ এর আওতায় ব্রিক সলিং ও কালভার্ট ও বক্স নির্মাণসহ অনেক উন্নয়নমুলক প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে।
উক্ত প্রকল্পের কাজ শেষ হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাংসদ প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্হানীয় এলাকাবাসী।
Comments
Add Your Comment