সোমবার, ২৯ মে ২০২৩
প্রকাশিত : ১:২৬ পূর্বাহ্ন সোমবার, ২৯ মে ২০২৩
দেশবাংলা ডেস্কঃ
অাগামীকাল ৯ অক্টোবর মঙ্গলবার বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, রাষ্ট্রদূত, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, গণপরিষদ সদস্য জননেতা মরহুম আতাউর রহমান খান কায়সারের ৮ম মৃত্যুবার্ষিকী। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য আগামী ৯ অক্টোবর বিকেল ৩ টায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে মরহুমের চন্দনপুরাস্থ বাসভবন প্রাঙ্গনে স্মরণ সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন। সভায় সভাপতিত্ব করবেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে বক্তব্য রাখবেন চট্টগ্রাম মহানগর, উত্তর-দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। স্মরণসভা সফল করে তুলতে সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। এছাড়াও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন পৃথক পৃথক কর্মসূচী গ্রহণ করেছে। মরহুমের কবরে জিয়ারত, ফাতেহা পাঠ, দোয়া মাহফিল ও পুষ্পমাল্য অর্পণ করা হবে।