বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২
প্রকাশিত : ৫:১০ পূর্বাহ্ন বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২
রায়হান সিকদার,লোহাগাড়াঃ
লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের আধারমানিক সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন করা হয়েছে।
উক্ত কমিটিতে সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন আধারমানিক আওয়াল পাড়া এলাকার আলহাজ্ব কালা মিয়ার পুত্র তরুণ সমাজসেবক ও ব্যবসায়ী মুহাম্মদ জসিম উদ্দিন ।বিষয়টি উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোসলেম উদ্দিন নিশ্চিত করেছেন।এ ব্যাপারে নব নির্বাচিত সভাপতি মুহাম্মদ জসিম উদ্দিন তার অনুভুতি প্রকাশ করতে গিয়ে বলেন,তিনি প্রথম মহান আল্লাহর দরবারে শোকরিয়া আদায় করেন।সভাপতি হিসেবে নির্বাচিত হতে পেরে নিজেকে অনেক ধন্য ও গৌরবান্বিত মনে করেন। তিনি আরো বলেন, বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে সবসময় কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তরুণ সমাজসেবক ও ব্যবসায়ী মুহাম্মদ জসিম উদ্দিন আধারমানিক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নব গঠিত ম্যানেজিং কমিটির সভাপতি হিসাবে নির্বাচিত হওয়ায় বিদ্যালয় পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও শিক্ষার্থীরা, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।