মঙ্গলবার, ১৭ মে ২০২২
প্রকাশিত : ১২:০২ পূর্বাহ্ন মঙ্গলবার, ১৭ মে ২০২২
রায়হান সিকদার, লোহাগাড়াঃ
লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মল্লিক ছোবাহান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। উক্ত কমিটিতে সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন মল্লিক ছোবাহান হাজির পাড়ার কৃতি সন্তান তরুণ আওয়ামীলীগ নেতা মুহাম্মদ আলমগীর চৌধুরী মনি।
সাতকানিয়া-লোহাগাড়ার সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী এমপি’র প্রতিনিধি (শিক্ষানুরাগী) হিসাবে তাঁকে মনোনীত করা হয়। বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুত্রে জানা গেছে।নব নির্বাচিত সভাপতি আলমগীর চৌধুরী মনি তার অনুভুতি প্রকাশ করতে গিয়ে উক্ত প্রতিবেদককে বলেন,মহান আল্লাহর কাছে শোকরিয়া।উক্ত বিদ্যালয়ের সভাপতি হতে পেরেই নিজেকে ধন্য মনে করছি । তিনি আরো বলেন,বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে কাজ করে যাবো ইনশাল্লাহ।আওয়ামীলীগ নেতা আলমগীর চৌধুরী মনি মল্লিক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হিসাবে নির্বাচিত হওয়ায় বিদ্যালয় পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, শিক্ষার্থীরা,রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।তিনি এমপি’র মনোনীত (শিক্ষানুরাগী) নির্বাচিত হওয়ায় সাতকানিয়া-লোহাগাড়ার সাংসদ প্রফেসর ড.আবু রেজা নদভী এমপি ও চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আনোয়ার কামাল অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।