সোমবার, ২৯ মে ২০২৩

সাতকানিয়ার হিমাকে ৫ লক্ষ টাকার অর্থিক সহায়তা

প্রকাশিত : ২:৪০ পূর্বাহ্ন সোমবার, ২৯ মে ২০২৩

সাতকানিয়া প্রতিনিধি,দেশবাংলা ডটনেট

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সোমবার সধাশ্রেষ্ঠী হেলথ কেয়ার ও সাতকানিয়া পৌরসভার পক্ষ থেকে ০১ অক্টোবর সকাল ১০ টায় সাতকানিয়া পৌরসভার কর্মচারী মো: মোজাম্মেল এর শিশু কন্যা মাহিমা আকতার হিমাকে ৫ লক্ষ টাকার অর্থিক সহায়তা দেয়া হয়েছে। শিশুটির হার্টের ছিদ্র থাকায় তা জীবনযাপন অসহনীয় হয়ে পডেছিল। আর্থিক সহায়তার টাকা দিয়ে শিশুটির অস্ত্রোপাচার হবে ভারতের মেডাল্টা দ্য মেডিসিটি দিল্লী হসপিটালে। সাতকানিরয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের এর উপস্থিতিতে সহায়তার চেক হস্তান্তার করেন সধাশেষ্ঠী হেল্থ কেয়ার এর বাংলাদেশ ইনচার্জ এসএম খালেদ সাইফুদ্দিন। খালেদ সাইফুদ্দিন জানান ভারেত উন্নত চিকিৎসা গ্রহণ করতে নির্ভরযোগ্য সহায়তা প্রদান করছে সধাশ্রেষ্ঠী হেল্থ কেয়ার গ্রুফ। এই দক্ষ টিমের সহায়তা পেতে ০১৮১৯৫৭৫৮০০ নাম্বারে যে কোন সময় বাংলাদেশী নাগরিকগণ যোগাযোগ করতে পারেন।

আরো পড়ুন