রবিবার, ১১ জুন ২০২৩
প্রকাশিত : ৬:৪৫ পূর্বাহ্ন রবিবার, ১১ জুন ২০২৩
রায়হান সিকদার,লোহাগাড়াঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।১ অক্টোবর সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের হল রুমে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আসলাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ, লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছফা চৌধুরী, লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার আবু বক্কর,লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্হার সাধারণ সম্পাদক মাস্টার এসকে সামশুল আলম,উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. শের আলী,সাংবাদিক এইচ এম জসিম উদ্দিন,মুক্তিযোদ্ধা রফিক দিদার,লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক স্বপ্না দেবী প্রমূখ।