রবিবার, ১১ জুন ২০২৩

লোহাগাড়ায় ২হাজার পিচ ইয়াবাসহ ২ রোহিঙ্গা গ্রেফতার

প্রকাশিত : ৮:০৪ পূর্বাহ্ন রবিবার, ১১ জুন ২০২৩

লোহাগাড়ায় ২হাজার পিচ ইয়াবাসহ ২ রোহিঙ্গা গ্রেফতার
রায়হান সিকদার,লোহাগাড়াঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের আরকান মহাসড়কের খাঁন দিঘী নামক স্হান হতে যাত্রীবাহী বাসে তল্লাসী চালিয়ে ২ মিয়ানমারের নাগরিককে গ্রেফতার করেছে থানা পুলিশ।এসময় ২হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতরা হল মিয়ানমার মন্ডু কেয়ারী পাড়ার রশিদ আহমদের পুত্র
সাদেক হোসেন (২২) এবং বলিবাজার হাতি পাড়ার রফিকের পুত্র আনোয়ার সাদেক(১৮)। থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৩০সেপ্টেম্বর দিবাগত রাত্রে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম ও এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে পুলিশি টিম উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে ২হাজার পিচ ইয়াবাসহ ২ মিয়ারমারের নাগরিককে আটক করে।ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন,আটক ২ পাচারকারী মিয়ানমারের নাগরিক।
তারা দেড় বছর ধরে মিয়ানমার মন্ডু হতে পালিয়ে এসে কক্সবাজার উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অবস্হান করছেন।
উক্ত ইয়াবাগুলো কক্সবাজার হতে চট্টগ্রামের উদ্দেশ্যে টাকার বিনিময়ে জনৈক এক ব্যক্তির কাছে নিয়ে যাচ্ছিল। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন ও অনুপ্রবেশকারী আইনে মামলা রুজু করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।

আরো পড়ুন