সোমবার, ২৯ মে ২০২৩
প্রকাশিত : ২:৪৬ পূর্বাহ্ন সোমবার, ২৯ মে ২০২৩
খোরশেদ আলম শিমুল : নোয়াখালী সদর উপজেলার নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম সরদার ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৮’ এ শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হয়েছেন ।
গত সোমবার (২৪ সেপ্টেম্বর) জেলার শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা, কর্মচারী ব্যক্তি ও প্রতিষ্ঠান বাছাই কমিটির সভাপতি জেলা প্রশাসক তন্ময় দাস এবং সদস্য সচিব- জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (চঃ দাঃ) মো.সাইদুল ইসলাম ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৮’ এ আরিফুল ইসলাম সরদারকে নির্বাচিত করেন।
আরিফুল ইসলাম সরদার সদর উপজেলায় নির্বাহী অফিসার হিসেবে যোগ দেওয়ার পর উপজেলার ১৯৮টি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে ব্যক্তিগত উদ্যোগে সততার দোকান ও মহানুভবতার দেয়াল কার্যক্রম চালু করেন।
এছাড়া তিনি নিয়মিত প্রাথমিক বিদ্যালয়গুলো পরিদর্শনের মাধ্যমে বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নিশ্চিত করেছেন। তাঁর এমন কার্যক্রমে প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষক, ছাত্রছাত্রী ও অভিভাবকগণ সন্তুষ্টি প্রকাশ করেছেন।