প্রকাশ: ২০২০-০৫-০৩ ১৬:২২:৩১ || আপডেট: ২০২০-০৫-০৩ ১৬:২২:৩১
সময়ের সঙ্গে সঙ্গে লাফিয়ে বাড়ছে দেশে করোনা আক্রান্তের সংখ্যা। নমুনা পরীক্ষার আওতা বাড়ার পর থেকে আক্রান্তের সংখ্যাও পাল্লা দিয়ে বাড়ছে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৬৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এই সময়ে ৫ হাজার ৩৬৮টি নমুনা পরীক্ষা করা হয়। এটিই একদিনে সর্বোচ্চ নমুনা পরীক্ষা এবং সংক্রমণের সংখ্যা। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৪৫৫ জনে পৌঁছাল। একই সঙ্গে আরও দুইজনের মৃত্যুর মধ্য দিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১৭৭ জনে।
করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত ভার্চুয়াল বুলেটিনে রোববার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
মৃতের তালিকা পর্যালোচনা করে তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মৃত দুইজন ঢাকার বাইরের। একজন রংপুর এবং একজন নারায়ণগঞ্জের। তাদের মধ্যে একজনের বয়স ৬০-এর উপরে এবং আরেকজনের বয়স ১০ থেকে ২০ বছরের মধ্যে।
Comments
Add Your Comment