বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২
প্রকাশিত : ৪:৪৮ পূর্বাহ্ন বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২
খোরশেদ আলম শিমুল,হাটহাজারী
হাটহাজারীতে আগামী ৪.৫ ও ৬ অক্টোবর মাসে অনুষ্ঠিতব্য উন্নয়ন মেলা উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম। নির্বাহী কর্মকর্তা উন্নয়ন মেলার সরকারি নিদের্শনা সভায় উপস্থাপন করেন। নির্দেশনার আলোকে পরামর্শ মূলক বক্তব্য রাখেন,মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলম, প্রেসক্লাব সভাপতি কেশব কুমার বড়–য়া,প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: আইয়ুব মিয়া রানা, ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা জাকির হোসেন ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ। নির্বাহী কর্মকর্তা উন্নয়ন মেলা সফল করতে সকলের সার্বিক সহযোগীতা কামনা করে আগামী ২ অক্টোবরের মধ্যে মেলায় আগ্রহী স্টল গ্রহীতাদেরকে দায়িত্বশীল কর্মকতার সাথে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন।