প্রকাশ: ২০২০-০৪-২৯ ১৮:১৪:৪৫ || আপডেট: ২০২০-০৪-২৯ ২০:১৮:০৪
রায়হান সিকদারঃ
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কবলিত গুরতর আহত অবস্থায় হাসপাতালের বেডে ১মাস ৫দিন শুয়ে আছে এক অসহায় পিতা। টাকার অভাবে বাবার চিকিৎসা প্রায় বন্ধের পথে,কোন উপায় না পেয়ে অসহায় পিতার চিকিৎসার খরচ যোগাতে বাবাকে হাসপাতালে রেখে ১বছর বয়সী ছোটবোনকে কোলে নিয়ে ভিক্ষার থালা হাতে নিয়ে লোহাগাড়ার এদিক সেদিক, এক এলাকা থেকে অন্য এলাকায় ছুটছেন ৭-৮ বছরের দুই অবুঝ শিশু।কারণ তাদের পিতা সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত হয়েও চিকিৎসা সেবা গ্রহণ করতে পারছেন না। বিগত কিছু দিন পুর্বে তাদের পিতা যখন অসহায় অবস্হায় বেসরকারী কয়েকটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলেও কোন কাজের কাজ হয়নি।
ঠিক তখনি খবর পেয়ে আহত সাইফুলের চিকিৎসা দায়িত্ব নিলেন লোহাগাড়া ডায়াবেটিক জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা, মানবতাবাদী ও সমাজকর্মী আরমান বাবু রোমেল।তাৎক্ষণিক তাকে ডায়াবেটিক হাসপাতালে ভর্তি করিয়ে দেন।বর্তমানে সাইফুল অনেকটাই সুস্ত রয়েছেন বলে পারিবারিক সুত্রে জানা গেছে।সড়ক দুর্ঘটনায় আহত সাইফুল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিষয়টি দু` পুলিশ কর্মকর্তার দৃষ্টিগোচর হয়।কারণ পুলিশের দৃষ্টিভঙ্গি এখন পাল্টে গেছে। বাংলাদেশ পুলিশ এখন জনগণের সেবক,জনগণের বন্ধু। বাংলাদেশ পুলিশ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং করোনা ভাইরাস প্রতিরোধে যেমন অগ্রণী ভূমিকা রেখে যাচ্ছেন, তেমনি বাংলাদেশ পুলিশ অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। মানবতার ডাকে পুলিশের ভূমিকা প্রশংসনীয়। সড়ক দুর্ঘটনায় আহত সাইফুল ইসলামের অসুস্থতার খবর পেয়ে মানবিক সহযোগীতায় এগিয়ে আসলেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্লা এবং লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ।
গত ২৭এপ্রিল লোহাগাড়া ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালে গিয়ে আহত সাইফুলের চিকিৎসার খোঁজখবর নিয়ে অার্থিক সহযোগীতা করলেন সাতকানিয়া সসার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্লা।
২৯ এপ্রিল দুপুরে আহত সাইফুলের পরিবারের খোঁজখবর নিয়ে খাদ্যসামগ্রী এবং অার্থিক সহযোগীতা করলেন থানার ওসি জাকের হোসাইন মাহমুদ।এসময় ২ পুলিশ কর্মকর্তা আহত সাইফুলের সুচিকিৎসার খবর নেন।
লোহাগাড়া ডায়াবেটিক জেনারেল হাসপাতালে তাৎক্ষণিক আহত সাইফুল ইসলাম ভর্তি করে দ্রুত চিকিৎসা সেবা প্রদানের জন্য হাসপাতালের প্রতিষ্ঠাতা সমাজকর্মী আরমান বাবু রোমেলকে ধন্যবাদ জানিয়েছেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা ও লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ।
উল্লেখ্য, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতিতে সম্প্রতি গত ২১শে মার্চ ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৬জনের মধ্যে ১৫জনের মৃত্যু হয়েছিল, সেদিন অাল্লাহর অশেষ রহমতে প্রাণে বেঁচে যায় মোঃ সাইফুল ইসলাম (২৮)। দীর্ঘ ১মাস চমেক হাসপাতালে চিকিৎসার পরও তার শারীরিক অবস্থার কোন উন্নতি না হওয়ায় এবং তার পরিবারের অার্থিক অবস্থা খারাপ হওয়ায় গত ২১শে এপ্রিল তাকে বাড়ীতে নিয়ে আসেন তার পরিবারের সদস্যরা। গুরতর অসুস্থ (অজ্ঞান) রোগীকে বাড়ীতে এনে কান্নাঁকাটি করা ছাড়া কোন উপায় ছিলনা তার অসহায় পরিবারের। সেদিন একজন সংবাদকর্মীর মাধ্যমে খবর পেয়ে
মানবিক সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছিলেন লোহাগাড়া উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান ও লোহাগাড়া ডায়াবেটিক জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা মোঃ অারমান বাবু রোমেল।
তাৎক্ষণিক তিনি গাড়ী পাঠিয়ে লোহাগাড়া ডায়াবেটিক জেনারেল হাসপাতালে রুগীকে এনে ভর্তি করে অক্সিজেন দিয়ে দ্রুত চিকিৎসা শুরু করেন। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলমান রয়েছে এবং অাগের চেয়ে শারীরিক অবস্থাও ভালোর দিকে যাচ্ছে, এই পর্যন্ত হাসপাতালের মালিক অারমান বাবু রোমেল তার চিকিৎসা বাবদ একটাকাও নেয়নি। এমন অবস্থায় অবুঝ শিশুদের দিকে তাকিয়ে হলেও যে যাহা পারেন মানবিক সহযোগীতার হাত বাড়িয়ে দিয়ে প্রতিটি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার অাহবান জানাচ্ছি।
তার খালাতো ভাই অারিফের
বিকাশ নাম্বার 01876-177185
তার স্ত্রীর নাম্বার 01840-566277
অাহত সাইফুলের বাড়ী লোহাগাড়া সদর ইউনিয়নের টেন্ডল পাড়ায়। সাইফুলের সংসারে ৩ছেলে ১মেয়ে রয়েছে। সে চুনতি বাজারে দন্ত চিকিৎসার কাজ করতো।
Comments
Add Your Comment