প্রকাশ: ২০২০-০৪-২৯ ১৫:৪৭:৫৮ || আপডেট: ২০২০-০৪-২৯ ১৫:৪৭:৫৮
রায়হান সিকদার,লোহাগাড়াঃ
করোনা ভাইরাসের কারণে লোহাগাড়ায় চলছে লকডাউন।দুর্যোগ সংকটময় মুহুর্তে ঝুঁকি নিয়ে নিয়মিত অফিস করছেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী। তিনি উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করছেন।ঝুঁকি নিয়ে তার অফিসের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
করোনা প্রতিরোধে সকলকে সচেতনতা করতে ইতিমধ্যে তিনি উপজেলার ৯ইউপির চেয়ারম্যানকে নির্দেশনা দিয়েছেন।বিভিন্ন এলাকায় খোঁজ খবর নিচ্ছেন। উপজেলা পরিষদের বিভিন্ন সভায় তিনি অংশগ্রহণ করে করোনা প্রতিরোধে দিক-নির্দেশনা দিয়ে যাচ্ছেন।উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল এই সংকটময় মুহুর্তে অফিসে যারা সেবা নিতে আসছেন তাদেরকে তিনি সেবা দিয়ে যাচ্ছেন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল বলেন, করোনা ভাইরাস মহামারী আকারে ধারণ করেছে। তিনি উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় রেখে কাজ করে যাচ্ছেন। সবাই সরকারী নির্দেশনা মেনে ঘরে থাকুন,সুস্হ থাকুন ও নিরাপদে থাকুন।সামাজিক দূরত্ব বজায় রাখুন। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেননা।
তিনি আরো জানান, করোনায় সচেতনতা দরকার। আতংকের কোন কারণ নেই। সচেতনতার মাধ্যমে করোনা ভাইরাস প্রতিরোধ করা সম্ভব।
Comments
Add Your Comment