প্রকাশ: ২০২০-০৪-২৬ ১৯:০৯:৪২ || আপডেট: ২০২০-০৪-২৬ ১৯:১৩:৩৩
রায়হান সিকদার,লোহাগাড়াঃ
লোহাগাড়ায় অবৈধ ১৬০কেজি পলিথিন জব্দ করা হয় এবং লকডাউন অমান্য করে অযথায় ঘুরাঘুরি করা, বাড়ী নির্মাণ কাজ ও দোকান খোলা রাখার অপরাধে মোট ৪৫ হাজার ৫`শ টাকা জরিমানা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
২৬ এপ্রিল (রবিবার) সকালে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নীলুফা ইয়াসমিন চৌধুরী।
জানা যায়,উপজেলার আধুনগর বাজারে খোরশেদ আলমের মুদির দোকানে অভিযান চালিয়ে ১৬০ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ সনে ব্যবসায়ী খোরশেদকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই দিন সকালে লকডাউন অমান্য করে পদুয়া তেওয়ারীহাট বাজারে দোকান খোলা রাখা, বাড়ির নির্মাণ কাজ এবং অযথায় ঘুরাঘুরির অপরাধে দন্ডবিধি ১৮৬০ সনের ২৬৯ ধারামতে ১০ হাজার ৫`শ টাকাসহ মোট ৪৫ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নীলুফা ইয়াসমিন চৌধুরী জানান,অবৈধভাবে পলিথিন বিক্রি করার অপরাধে আধুনগর বাজারে খোরশেদ আলমের দোকান হতে ১৬০ কেজি পলিথিন জব্দ করে তাকে ৩৫ হাজার টাকা জরিমানা প্রদান করা হয় এবং অযথায় ঘুরাঘুরি, বাড়ি নির্মাণ ও দোকান খোলা রাখার অপরাধে ১০হাজার ৫`শ টাকাসহ মোট ৪৫ হাজার ৫`শ টাকা জরিমানা প্রদান করা হয়। এ অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।
এসময় লোহাগাড়া থানা পুলিশের একটি টিম উপস্হিত ছিলেন।
Comments
Add Your Comment