খাদ্য সংকটে থাকা প্রবাসী পরিবারে ছুটছেন পুলিশ কর্মকর্তা হাসানুজ্জামান মোল্যা
প্রকাশ: ২০২০-০৪-২৬ ১৬:৫৭:২০ || আপডেট: ২০২০-০৪-২৬ ১৬:৫৭:২০
শহীদুল ইসলাম বাবর,দেশবাংলা.নেট
বিশ্ব কাঁপানো করোনা ভাইরাসের কারণে বিপর্যস্ত বাংলাদেশ। সারাদেশে চলছে লকডাউন ,বন্ধ রয়েছে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, হাট বাজার, যানবাহন ও কলকারখানা । সীমিত সংখ্যক ব্যাংক খোলা রেখে নির্দিষ্ট সময় লেনদেন করলেও বন্ধ রয়েছে দেশের অধিকাংশ আর্থিক প্রতিষ্ঠান । এতে করে খাদ্য সংকটের সম্মুখীন নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষ । এসব মানুষের কাছে সরকারি তরফ থেকে এবং দানশীল ব্যক্তি ও বেসরকারি প্রতিষ্ঠান থেকে সাহায্য পৌঁছানো হচ্ছে । এরমধ্যে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন সাতকানিয়া সার্কেলের (সাতকানিয়া ও লোহাগাডা উপজেলা নিয়ে সার্কেল গঠিত) অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা। তিনি দৃষ্টি দিয়েছেন প্রবাসী পরিবারের দিকে । প্রবাসীদের এসএমএস পেয়েই মানবিক সহায়তা নিয়ে প্রবাসীদের ঘরে ঘরে ছুটে চলেছেন এই পুলিশ কর্মকর্তা। প্রতিকূল আবহাওয়া ডিঙ্গিয়ে সমস্যাগ্রস্থ প্রবাসীদের পরিবারে খাদ্য সহায়তা নিয়ে ছুটে চলা এই পুলিশ কর্মকর্তা বেশ প্রশংসা কুড়িয়েছেন।
প্রবাসীদের ঘরে ঘরে খাদ্য সহায়তা নিয়ে ছুটে চলা প্রসঙ্গে চৌকস এই পুলিশ কর্মকর্তা বলেন, আমি সাতকানিয়া সার্কেল চট্টগ্রাম আইডিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে খাবার সংকটে থাকা যে কেউ ফোন অথবা এসএমএস করে খাদ্য সহায়তা চাইতে পারেন উল্লেখ করে একটি স্ট্যাটাস দিয়েছিলাম। এরপর স্থানীয় নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবার থেকে ফোন আসার পাশাপাশি বেশ কিছু ফোন এসেছে প্রবাস থেকে । প্রবাসীরা বলছেন লকডাউনের কারণে আর্থিক লেনদেন বন্ধ, ঘরে পরিবারের সদস্যরা আছে,তারা খাদ্য সংকটের কারণে অভুক্ত থাকার অবস্থা । তাদের সহায়তা দরকার । তাদের এমন কথার উপর ভিত্তি করে দ্রুত ঐসব প্রবাসী পরিবারের ঠিকানা সংগ্রহ করে তাদের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছি । কোন ধরনের প্রশংসা কুড়ানোর জন্য নয় শুধুমাত্র মানবিক দিক বিবেচনায় নিয়ে আমি এ কাজ করছি। খাদ্য সহায়তার আর্থিক সংস্থান নিয়ে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এলাকায় সহযোগিতার জন্য আমাদের কাছে ২শ প্যাকেট খাদ্য সামগ্রী দিয়েছেন, এর বাইরে আমরা নিজস্ব তহবিল থেকে খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছে । এই প্রচেষ্টা অব্যাহত রাখবেন বলেও জানান তিনি।
তার এই মহৎ কাজের বিষয়ে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী বলেন,করোনা ভাইরাস বাংলাদেশের দেখা দেওয়ার পর থেকে পুলিশ যে হারে সাধারন মানুষের পাশে দাঁড়িয়েছে তা অবশ্যই প্রশংসার দাবি রাখে । তারমধ্যে এসপি হাসানুজ্জামান মোল্যা খাদ্য সংকটে থাকা প্রবাসী পরিবারদের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌছিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। এখনই বিষয়ে উত্তর সাতকানিয়া আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ওসমান আলী বলেন, এই পুলিশ কর্মকর্তা শুরু থেকেই মানবিক পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিতি পেয়েছেন। তার এই উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবি রাখে , এবং এটি একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।
Comments
Add Your Comment