প্রকাশ: ২০২০-০৪-২৫ ২১:৪৭:০৬ || আপডেট: ২০২০-০৪-২৫ ২১:৪৭:০৬
রায়হান সিকদারঃ
পবিত্র মাহে রমজান ও করোনা ভাইরাসের এই কঠিন পরিস্থিতিতে প্রতি বছরের ন্যায় এবছরও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া -লোহাগাড়া)`র সংসদ সদস্য প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির ব্যক্তিগত তহবিল হতে লোহাগাড়ার সম্মানিত স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের মাঝে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ ২৫ এপ্রিল ২০২০ (শনিবার) সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী’র পাঠানো ত্রাণ নারীনেত্রী মিসেস রিজিয়া রেজা চৌধুরী ও স্বাশিপ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফজলুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন এর দিক-নির্দেশনা অনুযায়ী লোহাগাড়ার স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের মাঝে বিতরণকালে উপস্থিত ছিলেন স্বাশিপ দক্ষিণ জেলা নেতা অধ্যক্ষ এম সোলাইমান কাসেমী, অধ্যাপক হামিদুর রহমান, অধ্যাপক মমতাজ উদ্দিন মুহসিন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক মুহাম্মদ মিজানুর রহমান মিজান, অধ্যাপক ইব্রাহিম খলিল, প্রধান শিক্ষক মোহাম্মদ ইসমাইল, প্রধান শিক্ষক নুরুল আমিন, শিক্ষক মোহাম্মদ হোসেন, শিক্ষক ও কবি মোহাম্মদ সোলাইমান, শিক্ষক মাওলানা আব্দুল হালিম, মাওলানা ফরিদুল আলম, মাওলানা আব্দুল হাফিজ, মাওলানা এহেছান, মাওলানা মোজাম্মেল,সাতকানিয়া যুবলীগ নেতা মুহাম্মদ দেলোয়ার হোসেন বেলালসহ অন্যান্যরা।
জানা যায় এমপি পরিবারের সার্বিক ব্যবস্থাপনায় একটি পৌরসভাসহ সাতকানিয়া-লোহাগাড়ার ২২ হাজার অসহায় কর্মহীন দরিদ্র পরিবার এবং এক হাজার আলেমে- ওলামা, ইমাম-মোয়াজ্জিন ও মুক্তিযোদ্ধা পরিবারকে এসব সামগ্রী বিতরণ চলছে । মহামারি করোনাভাইরাসে কর্মহীন, হতদরিদ্র, শ্রমিক, দিনমজুর ও খেটে খাওয়া মানুষের মাঝে ত্রাণ ও ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি শুরু করেছেন চট্টগ্রাম- ১৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। গত বৃহস্পতিবার সকাল ৮টায় এই কার্যক্রমের শুরু হয়েছে।
উল্লেখ্য, প্রতিবছর রমজানে ড. আবু রেজা নদভী প্রতিষ্ঠিত এনজিও সংস্থা আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় সাতকানিয়া-লোহাগাড়ার আর্ত-পীড়িত, আলেম-ওলামা, ইমাম-মোয়াজ্জিন ও মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
Comments
Add Your Comment